এফআইআরের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন ৩০০ সেনাকর্মী

Spread the love

এফআইআরের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন ৩০০ সেনাকর্মী। মামলাটি শুনতে রাজি হয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিতর্কের মূলে সেই ‘আফস্পা’। যার জেরে আরও একবার জল গড়াল শীর্ষ আদালত পর্যন্ত। দেশের আফস্পা বলবৎ রয়েছে এমন এলাকাগুলোর সেনাকর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। প্রায় ৩০০ সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সেনাকর্মীরাও। মামলাটি শুনতে রাজি হয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানউইলকারের ডিভিশন বেঞ্চ।

প্রথম শুনানি হবে আগামি ২০ আগস্ট। মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন মামলকারীদের আইনজীবী জানান, আফস্পা কার্যকর থাকা অঞ্চলগুলির সমারিক কর্মীদের বিরুদ্ধে এএফআইআর বা বিচার আফস্পা আইনের পরিপন্থী। কারণ এই বিষয়গুলি থেকেই তাঁদের ছাড় দেওয়া হয়েছে। এর ফলে সমারিকবাহিনীর সদস্যদের মনোবল ভেঙ্গে যাবে। যদিও আফস্পা আইনের অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। অনেকক্ষেত্রেই ভুয়ো এনকাউন্টারের অভিযোগও উঠেছে। বিশেষ করে মনিপুরের মতো রাজ্যগুলোতে। কয়েকটি ক্ষেত্রে বিচার চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*