প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাকতলার বাড়িতে চলল সিআইডি-র তল্লাশি। সঙ্গে ছিলেন ভারতীর স্বামী এমভি রাজু।
গত সপ্তাহেই গ্রেফতার করা হয় রাজুকে। দাসপুরে সোনা লুঠ ও আর্থিক তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এর আগেও একই অভিযোগে রাজুর নেতাজী নগরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তবে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এর পরে গত কাল অর্থাৎ সোমবার ফের রাজুর চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মেদিনীপুর জেলা আদালত।
শুধু রাজু নয়। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতী ঘোষের নাকতলার বাড়িতেও আরও এক বার তল্লাশি চালিয়েছিলেন সিআইডির তদন্তকারী অফিসারেরা। প্রসঙ্গত এই বাড়িটি তাঁর রাজুর নামে আছে। বাড়ির মালিকানা নিয়েও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। সেই বার নাকতলার ওই বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকা ও জমি-বাড়ির দলিল উদ্ধার করেছিলেন তদন্তকারীরা।
এই সবই তাঁকে ফাঁসানোর চক্রান্ত বলেই জানিয়েছেন ভারতী ঘোষ। রাজুর গ্রেফতারির পরে সংবাদমাধ্যমকে ভারতী ঘোষ জানান, “আমি খুব শিগগির রাজনীতিতে প্রবেশ করছি। আমার স্বামী এক জন সৎ মানুষ। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। যখন আমি তৃণমূলের নির্দেশ অনুযায়ী কাজ করতাম, তখন আমি সৎ অফিসার ছিলাম। যখন থেকে আমি অন্যায়ের প্রতিবাদ শুরু করলাম, আমার বিরুদ্ধে মামলা দায়ের হলো। আমি বিজেপি না কংগ্রেস কোথায় যাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি তৃণমূলকে যোগ্য জবাব দেব।”
Be the first to comment