দিল্লিতে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ২

Spread the love
মোটরবাইকে করে এসে গুলি চালিয়ে পালানোর একাধিক অভিযোগ উঠেছে দিল্লির কাছে, দাদরি এলাকায়। গত এক মাসে এই একই রকম ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ জন। মঙ্গলবার এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হল দু’জন।
পুলিশ জানিয়েছে, আচমকা এসে থামছে দ্রুত গতির মোটরবাইক। কোনও কারণ ছাড়াই এলোপাথাড়ি চলছে গুলি। ফের দ্রুতবেগে উধাও হয়ে যাচ্ছে মোটরবাইক। এই একই ঘটনা বারবার ঘটছে নির্দিষ্ট এলাকায়। কোনও আক্রমণেরই কারণ স্পষ্ট নয়। স্পষ্ট নয় দুষ্কৃতীদের পরিচয়ও। প্রত্যেক বারই ঘটনা ঘটেছে রাত ন’টা থেকে একটার মধ্যে। গুলি চলেছে কোমরের নীচে। আক্রান্তরা সকলেই গরিব মানুষ এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্যই কেউ বা কারা এমন কাজ করছে।
গ্রেফতার হওয়া অভিষেক ও মনীষের বয়স কুড়ির কোঠায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের দাবি, মাস দুয়েক আগে অভিষেকের সঙ্গে বচসা হয় ওই এলাকার কয়েক জনের। বচসা গড়ায় হাতাহাতিতে। মার খায় অভিষেক। তারই ‘বদলা’ নিতে এই আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করে অভিষেক। পুলিশ জানিয়েছে, সে দিনের অপমান হজম করতে না পেরেই এমন বেপরোয়া হয়ে ওঠে অভিষেক।
জেরার মুখে অভিষেক জানিয়েছে, মানুষ মারতে নয়, এভাবে মানুষকে ‘শিক্ষা’ দিতে চেয়েছিল সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*