ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। মঙ্গলবার উত্তর ইতালির জেনোয়া-র এই ঘটনায় এ শহরের অনেকেরই উস্কে উঠেছে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩ জন।
পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ, ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার ঘটার সময়ে অন্তত ২০টি গাড়ি ছিল ওই মোরান্দি সেতুতে। আচমকা ধসে পড়ে যায় ২০০ মিটারের একটি অংশ। ১৯৬০ সালে নির্মিত সেতুটির সর্বশেষ ২০১৬ সালে সংস্কার করা হয়। তার পর থেকে ঠিকই ছিল সেতুর অবস্থা। হঠাৎ কী কারণে এমনটা ঘটল, তা এখনও জানা যায়নি।
এই দুর্ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি বলে জানিয়েছেন ইতালির পরিবহণমন্ত্রী দ্যানিলো টনিনেল্লি। তিনি দ্রুত উদ্ধারকাজ এগোনোর আশ্বাস দিলেও, প্রবল বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। সেতুটি ভেঙে পড়ার সময়ে উপরে থাকা গাড়িগুলি যেমন পড়ে গিয়ে প্রায় গুঁড়িয়ে গিয়েছে, তেমনই সেতুর নীচে থাকা বেশ কিছু গাড়িও দুমড়ে মুচড়ে যায়। ২০০ জন দমকলকর্মী লাগাতার উদ্ধারকাজ চালানোর চেষ্টা চালাচ্ছেন।
উদ্ধারকারী জলের সদস্যরা জানিয়েছেন, সেতুর ৫০ মিটার নীচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত জীবিত উদ্ধার করা কয়েক জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। দুর্ঘটনার পরে বন্ধ হয়ে গেছে ওই সেতুর নীচ দিয়ে যাওয়া রেলপথও।
ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
Be the first to comment