মাঝে হঠাৎ করেই দিন কয়েকের জন্য উধাও হয়ে গিয়েছিল বৃষ্টি। কিন্তু আবারও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সীমান্তে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে কলকাতা ও উপকূলবর্তী এলাকায় আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সীমান্তের উপর এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য ওড়িশায়। প্রায় ৭.৬ কিলোমিটার বেগে সাইক্লোনেরও পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে ফিরোজপুর, হিসার, আলিগড়, বান্দা, ডালটনগঞ্জ, জামশেদপুর প্রভৃতি জায়গায় প্রভাব ফেলেছে এই নিম্নচাপ।
আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এই নিম্নচাপের প্রভাব ওড়িশা উপকূলে মারাত্মক হতে পারে। আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সীমান্ত এবং বাংলাদেশ উপকূলে আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা ও উপকূলবর্তী এলাকায়। এই বৃষ্টি আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
Be the first to comment