প্রায় ৫৭ বছর পরে দেশে ফেরার পথে দেশের ঐতিহাসিক সম্পদ ‘ব্রোঞ্জের বুদ্ধমূর্তি’। দীর্ঘ চারমাস ধরে চলছিল কূটনৈতিক আলাপ আলোচনা। শেষে স্বাধীনতা দিবসের দিনটিকেই বেছে নেওয়া হল, ভারতের সম্পদ ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় দ্বাদশ শতকের ১৪টি বুদ্ধমূর্তি। পরে ঐতিহাসিক নিদর্শনগুলিকে রাখা হয় নালন্দার সংগ্রহশালায়। একদিন সেখান থেকেই খোয়া যায় একটি বুদ্ধের মূর্তি। তারপর অনেক জলই বয়ে গেছে গঙ্গা দিয়ে। কিন্তু বুদ্ধমূর্তি উদ্ধার বা চুরির রহস্য কোনটাই উদঘাটন করা যায়নি। ততদিনে পাচারকারীদের মারফত দেশের গন্ডf ছাড়িয়ে মূর্তি চলে গেছে বিদেশে। তারপরে হঠাৎই লন্ডনের একটি মেলায় সন্ধান মেলে মূর্তিটির। একটি দুষ্প্রাপ্য জিনিসের নিলামের দোকানে পাওয়া যায় সেটি। খবর পেয়েই সেখানে ছুটে আসেন গবেষকরা। পরীক্ষা করে নিশ্চিত হন মূর্তিটির ঐতিহাসিক গুরত্ব সমন্ধে। সেখান থেকে উদ্ধার করে রাখা হয় লন্ডনের একটি সংগ্রহশালায়। এর পরে শুরু হয় ভারতের সঙ্গে আলোচনা। চারমাস ধরে একটানা আলাপ আলোচনা চলে৷ সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতা দিবসেই ফিরিয়ে দেওয়া হবে বুদ্ধমূর্তিটিকে৷ সেই মতো বুধবারই মূর্তিটিকে ভারতীয় হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়৷
Be the first to comment