লাখ টাকা দিলেই চাকরি মিলবে ক্ষীরপাই পুরসভায়। পুরসভার গেট সহ অাশেপাশের এলাকায় এমন পোস্টার দেখে চাঞ্চল্য ছড়ালো স্বাধীনতা দিবসের সকালে।
আজ স্থানীয় বাসিন্দারা পুরসভার পিছনে আনাজের বাজার করতে এসে দেখেন পুরসভার গেট সহ অনেক জায়গায় পোস্টার লাগানো। লেখা রয়েছে ক্ষীরপাই পুরসভায় ইঞ্জিনিয়ারিং-এর প্রশিক্ষণ দেওয়া হয়। ডোনেশন হিসাবে ১ লক্ষ টাকা ও ১ ডাম্পার গুটি (পাথর) দিলেই প্রশিক্ষণ পাবেন অাবেদনকারীরা।কোনও কোনও পোস্টারে লেখা ক্যাসুয়াল চাকরির জন্য ১ লক্ষ টাকা দিলেই হয়ে যাবে চাকরি। যোগাযোগের জন্য ফোন নম্বর হিসেবে দেওয়া রয়েছে পুরসভার নম্বর অার ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যানের নম্বর।
সাত সকালে এই পোস্টার দেখে অবাক হয়ে যান বাসিন্দারা। খবর ছড়াতেই পোস্টার দেখতে বাড়তে থাকে ভিড়।
বিষয়টি পুর কর্তৃপক্ষের নজরে অাসতেই পোস্টারগুলি খুলে সরিয়ে দেওয়া হয়। কিছুদিন অাগেই পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলার সুজয় পাত্র অবৈধ ভাবে ঠিকা কর্মী নিয়োগের অভিযোগ তুলেছিলেন। আরও একাধিক বিষয় নিয়ে অাপত্তি তুলেছিলেন তিনি। তারপরেই এই পোস্টার। বাসিন্দাদের একাংশের মতে, ক্ষীরপাইয়ে তৃণমুলের গোষ্টী কোন্দল নতুন কিছু নয়। পুরসভায় ক্ষমতাসীনদের বিপাকে ফেলতে বিরুদ্ধ গোষ্ঠীই এই পোস্টার দিয়েছে। আবার অনেকের মত, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে বিরোধীরা ওই পোস্টার দিয়েছে।
চেয়ারম্যান দুর্গা শংকর পান পোস্টার পড়ার ঘটনা স্বীকার করে বলেন, “এ সবই চক্রান্ত করা হছে এবং দুষ্কৃতিরা এই কাজ করেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”
Be the first to comment