অবশেষে তৃণমূল ছাত্র নেতা মজিদ আনসারি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সুরজ হোসেন ওরফে স্পিড বয়কে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শীতলখুচির একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে মজিদ হত্যা মামলায় মোট ৩ জনকে গ্রেফতার করা হলো।
পুলিশ জানিয়েছে, রাতভর জেরায় ভেঙে পড়েছে মাজিদ হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত সুরজ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে গুলিকাণ্ডে ব্যবহৃত বাইকটি। মজিদ খুন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে সুরজ। তার থেকে সূত্র পেয়েই কোচবিহার ১ নম্বর ব্লকের চিলকিরহাট এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে মোটরবাইকটি উদ্ধার করা হয়। আজ সুরজ কে আদালতে পেশ করে তাকে হেফাজত চাওয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার তদন্তকারী আধিকারিক।
কলেজে ছাত্র ভর্তি নিয়ে গত ১৩ জুলাই বহিরাগতদের সঙ্গে গণ্ডগোল হয় কোচবিহার কলেজের ছাত্রদের। সে দিনই বাড়ি ফেরার সময় কলেজের ছাত্রনেতা মজিদ আনসারিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ১২ দিন ধরে যমে মানুষে টানাটানির পর ২৫শে জুলাই রাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তারপরেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে কোচবিহার শহর। মজিদকে খুনের চক্রান্তে যাঁদের নামে এফআইআর হয়েছিল তাঁদের মধ্যে তৃণমূল নেতা মুন্না খান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। ছাত্রদের লাগাতার আন্দোলনের জেরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় আরও এক অভিযুক্ত জামিরুলকে হককে। বুধবার ধৃত সুরজ হোসেন কোচবিহার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
Be the first to comment