বন‍্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, কেরালায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭

Spread the love
কেরালার বন‍্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই মারা গিয়েছেন ৬৭ জন। বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের মুন্নার এবং সবরিমালা জেলায় যেতে বারণ করা হয়েছে। বাতিল করা হয়েছে কেরলের অন‍্যতম প্রধান উৎসব ‘ওনাম’। শনিবার পর্যন্ত বন্ধ রাখা হবে কোচি বিমানবন্দর। ঘরছাড়া হয়েছেন প্রায় ৬০ হাজার মানুুষ। মুখ‍্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ওনাম উৎসবের জন্য যে ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এ বার তা ব‍্যবহার করা হবে ত্রাণ শিবিরের জন্য। প্রবল বৃষ্টির ফলে কেরলের ইদুক্কি, ওয়েয়ানাদ, কোঝিকোড়, মালাপ্পুরম ও আরও অনেক জায়গায় ধস নেমেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ হাজার কিলোমিটার রাস্তা। সরকারি মতে, বন‍্যার কারণে প্রায় ৮ হাজার কোটি টাকার ফসল এবং সম্পত্তি নষ্ট হয়েছে।
বাতিল হয়েছে অনেক ট্রেন। আর যে কয়েকটি ট্রেন চলছে সেগুলোও চলছে নির্ধারিত সময়ের তুলনায় অনেকটা দেরিতে। কেন্দ্রীয় মন্ত্রী কে জে আলফন্স এবং আবহাওয়া দফতর সবার মতেই গত পাঁচ দশকে এমন বৃষ্টি দেখেনি কেরল। স্বভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় অধিকাংশ বাঁধের জল বইছে বিপদসীমার উপর দিয়ে। ২৬ বছর পর ইদুক্কি বাঁধের ৫টি লকগেট খুলে দেওয়া হয়েছে। আর এর ফলেই তৈরি হয়েছে বন‍্যা পরিস্থিতি। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*