এবার ঘুরে আসতে পারবেন বাহুবলীর অন্দরমহলে

Spread the love

নিজস্ব প্রতিবেদন : এবার সীতের ছুটিতে কি হায়দরাবাদ যাওযার প্ল্যান, তবে বাহুবলীর অন্দমহলটা দেখে আসতে ভুলবেন না কিন্তু। পুরো সিনেমার শুটিং হয়েছিল রামোজি ফিল্ম সিটিতে, পাঁচ বছর ধরে চলা এই ছবির শুটিং-এ সেটের পিছনেই খরচ হয়েছিল কযেক কোটি টাকা। কিন্তু সিনেমা শেষ হওযার পর সেই সেট ধুলোয মিশে যাক তা ছবির নির্মাতা বা রামোজি কর্তৃপক্ষ কেউই চাননি। মূলত উদ্যেগটা রামোজি কর্তৃপক্ষই নিয়েছেন। তাঁদের তরফে বাহুবলীর প্রযোজক সবু ইযারলাগাড়ার সঙ্গে যোগাযোগ করা হয়। শবু জানিয়েছেন, কয়েকশো কর্মীর কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সেট, তা  নষ্ট হয়ে যাবে তা মানতে আমাদেরও কষ্ট হচ্ছিল। তাই রামোজি ফিল্ম সিটির তরফে যখন এই প্রস্তাব দেওযা তা মানতে আর বেশি দেরি করিনি। শবু আরও জানান, বাহুবলীর সেট ঘুরতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার এক অংশও বাহুবলীর টিম নিচ্ছে না। উল্লেখ্য, দুই ধরনের ট্যুরের ব্যবস্থা করেছেন রামোজি ফিল্ম সিটি কর্তৃপক্ষ। আড়াই ঘণ্টার ট্যুরের জন্য লাগবে ১২৫০ টাকা, আর সারাদিন যদি বাহুবলীর অন্দমহলে কাটাতে চান তার জন্য খরচ হবে ২৩৪৯ টাকা (সকাল 9টা থেকে দুপুর 2টো)। রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইটে এই টিকিট পাওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*