অসুস্থ কিংবদন্তি সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণের জন্য তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই উডবার্ন বিভাগে চিকিৎসা চলছে তাঁর।
ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে একটি বিশেষ মেডিক্যাল টিম। অনেকদিন ধরেই বার্ধ্যকজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই প্রবাদপ্রতিম গায়ক। সূত্রের খবর, দিন তিনেক আগে তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়।
রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গান গেয়েই জনপ্রিয় হয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। সলিল চৌধুরীর সুরেও বেশ কয়েকটি গান গেয়েছিলেন তিনি। বাংলাদেশেও বিপুল জনপ্রিয়তা রয়েছে দ্বিজেন মুখোপাধ্যায়ের। ২০১০ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন তিনি। এরপরের বছর ২০১১ সালে ২০১১ সালের ২৫ জুলাই বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন এই সঙ্গীতশিল্পী।
Be the first to comment