ইনফোসিসের চিফ ফিনান্সিয়াল অফিসারের পদ থেকে ইস্তফা দিলেন এমডি রঙ্গনাথ

Spread the love
দেশের তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম বড় সংস্থা ইনফোসিসের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও)-য়ের পদ থেকে ইস্তফা দিলেন এমডি রঙ্গনাথ। ইতিমধ্যেই তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১৮ বছর ইনফোসিসে কর্মরত ছিলেন তিনি।
রাজীব বনসালের পদত্যাগের পর ২০১৫ সালে ইনফোসিসে চিফ ফিনান্সিয়াল অফিসারের দায়িত্ব পান রঙ্গনাথ। গত তিন বছরে এই নিয়ে দ্বিতীয় বার সিএফও-র পদ থেকে ইস্তফা দিলেন কেউ। রঙ্গনাথের ইস্তফার কারণ হিসেবে এখনও কিছুই জানায়নি ইনফোসিস।
সংস্থা সূত্রে খবর, চলতি বছর নভেম্বর পর্যন্ত ওই পদে থাকবেন তিনি। তারপর চিফ ফিনান্সিয়াল অফিসারের দায়িত্ব দেওয়া হতে পারে জয়েশ সঙ্গরাজকাকে।
রঙ্গনাথের আচমকা এই সিদ্ধান্তে বিস্মিত শিল্পমহল। সংস্থার চেয়ারম্যান নন্দন নিলেকানি বলেছেন, ‘‘গত ১৮ বছর ধরে সংস্থার বহু উত্থান-পতনের সঙ্গে জড়িত ছিলেন রঙ্গনাথ। তাঁর ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের মুগ্ধ করেছে।’’
গত বছর ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও)-য়ের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশাল সিক্কা। তাঁর বিদায়ের জন্য সরাসরি আঙুল তোলা হয়েছিল সংস্থার প্রাক্তন অধিকর্তা তথা প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণমূর্তির দিকে। বলা হয়েছিল, মূর্তির ক্রমাগত ব্যক্তিগত আক্রমণের জন্যই ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সিক্কা। এর আগেও ইনফোসিসের শীর্ষপদ থেকে ইস্তফা দিয়েছেন একের পর এক আধিকারিক। এঁদের মধ্যে রয়েছেন চিফ বিজনেস অফিসার, এম ডি থেকে এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্টও। এ বার সেই তালিকায় যুক্ত হল রঙ্গনাথের নাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*