লিভার ও কিডনির পরে হার্ট প্রতিস্থাপনের অনুমোদনও পেয়ে গেল অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতাল। হাসপাতালের সিইও রানা দাশগুপ্ত এ কথা জানিয়ে বলেন, “স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল হাসপাতালে এসে হার্ট প্রতিস্থাপনের পরিকাঠামো খতিয়ে দেখার পরেই আমাদের এই অনুমোদন দেয়।” হাসপাতালের কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জেন সুশান মুখার্জি বলেন, “অনুমোদন পেয়ে আমরা গর্বিত। হৃদপিণ্ড বিকল হয়ে যাওয়া প্রচুর রোগী আছেন, যাঁদের হৃদ্যন্ত্র প্রতিস্থাপন প্রয়োজন।”
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে মানুষকে অঙ্গদানের অঙ্গীকার করতে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসকেএম হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের অঙ্গদান–বিষয়ক নোডাল অফিসার ডাঃ অদিতিকিশোর সরকার বলেন, “মস্তিষ্কের মৃত্যুর পরে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ আমরা জোরকদমে চালাচ্ছি। ব্রেন ডেথ ঘোষণা বাধ্যতামূলক করতে হবে।”
Be the first to comment