বিহারের মুজফ্ফরপুর কোর্টে সিধুর বিরুদ্ধে মামলা করলেন এক আইনজীবী

Spread the love

পাকিস্তানের সেনাপ্রধানকে জড়িয়ে ধরে পঞ্জাবের মন্ত্রী নভজোৎ সিং সিধু গুরুতর অপরাধ করেছেন। এই অপরাধ দেশদ্রোহিতার শামিল। এমন অভিযোগে বিহারের মুজফ্ফরপুর কোর্টে সিধুর বিরুদ্ধে মামলা করলেন এক আইনজীবী।

গত শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাওয়েজাকে আলিঙ্গন করেন সিধু। শপথের সময় তাঁকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসে থাকতে দেখা যায়। এই দুটি কারণে ভারতে ফিরে সমালোচিত হন সিধু। বিজেপি বলেছে, সিধুর আচরণ লজ্জাজনক । পঞ্জাবের শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা অমরিন্দর সিংও অসন্তোষ প্রকাশ করেছেন।

সিধু নিজের পক্ষে সাফাই দিয়ে বলেছেন, বাওয়েজা আমার দিকে এগিয়ে এসে বললেন, আমাদের সংস্কৃতি একই। গুরু নানকের ৫৫০ বছরের জন্মতিথিতে কর্তারপুর সীমান্ত খুলে দেব। এরপর তাঁকে আলিঙ্গন ছাড়া আমি আর কিই বা করতে পারতাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*