প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের হোমটাস্ক দেওয়া যাবে না। স্কুলের পড়াশোনার বাইরে অতিরিক্ত কোনও চাপ দেওয়া যাবে না প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের। এমনটাই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট।
সিবিএসই বোর্ডকে মাদ্রাজ হাই কোর্ট ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে এই নির্দেশ। সেখানে বলা হয়েছে হয় বোর্ড নিশ্চিত করুক যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া হবে না। আর তা না হলে এ বার বোর্ড এবং স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে মাদ্রাজ হাই কোর্ট। পড়তে হতে পারে কঠোর শাস্তির মুখে।
এই প্রসঙ্গে সিবিএসই বোর্ড জানিয়েছে, নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়ার কথা নয়। স্কুলের পড়াশোনার বাইরে কোনও অতিরিক্ত পড়ার চাপ বাচ্চাদের দেওয়া যায় না। কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন স্কুল এই নিয়ম মানে না। সিবিএসই-র তরফে জানানো হয়েছে এ বার থেকে নিয়ম না মানা হলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বোর্ড।
সিবিএসই জানিয়েছে, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর নোটিস দিয়ে সিবিএসই-র অধীনে থাকা সব স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের উপর যেন হোমওয়ার্কের বোঝা চাপিয়ে দেওয়া না হয়। কিন্তু তারপরেও বেশ কিছু স্কুল এই নিয়ম মানে নি। এ বার ফের সতর্ক করেছে মাদ্রাজ কোর্ট। আর নিয়ম ভাঙলেই এখন পেতে হবে কঠিন শাস্তি।
Be the first to comment