বর্ষা শুরুর আগেই ডেঙ্গি দমন কর্মসূচি শুরু করে দিয়েছিল কলকাতা পুরসভা। বিভিন্ন নির্মাণস্থলে জমা জল সাফ করার জন্য সক্রিয় হয়েছিলেন পুরকর্মীরা। বিভিন্ন সরকারি দফতরকেও সতর্ক করা হয়েছিল। ডেঙ্গি নিয়ে এ বার নতুন করে নির্দেশ দিল পূর্ত দফতর (পি ডব্লু ডি)।
পি ডব্লু ডি’র নির্মাণ এলাকায় যাতে জল জমে ডেঙ্গু না ছড়ায় সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ত দফতর। পূর্ত দফতরের অধীনস্থ প্রতিটি নির্মাণ সাইটের সংশ্লিষ্ট আধিকারিকদের জমা জল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই। কোনওভাবেই যাতে ডেঙ্গু মশার লার্ভা জন্মাতে না পারে।
পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে বৈঠক ডেকে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থাকে ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে বলা হয়েছিল আগেই। এই সব সংস্থার আবাসন ও অফিস চত্বরে যাতে কোনও ভাবেই বৃষ্টির জল বা আবর্জনা জমে না থাকে সে বিষয়ে নিয়মিত নজরদারি করতে বলা হয়। কিন্তু ডেঙ্গু মোকাবিলায় বেশ কিছু রাজ্য সরকারি সংস্থার ভূমিকায় অসন্তুষ্ট হয়েছিলেন কলকাতা পুরনিগমের স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। সেই কারণেই কিছুদিন আগে রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে কৈফিয়ৎ তলব করেছিল কলকাতা পুরসভা। ডাকা হয়েছিল বৈঠক। এ বার ডেঙ্গু নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করল পি ডব্লু ডি।
Be the first to comment