রাজকোটে ৪ তারিখেই ভারত চেয়েছিল নিউজিল্যান্ডকে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিতে, কিন্তু নিউজিল্যান্ড সেই আশায় জল ঢেলে দেয়। নিউজিল্যান্ডের ওপেনার কলিন মুনরো দুর্দান্ত ব্যাট করে ভারতকে পরাজিত করে। আজ ত্রিবান্দ্রমের গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরেকটি উত্তেজক ফয়সলা ম্যাচ হওয়ার সম্ভাবনা। তবে আজ বৃষ্টিও সেই সম্ভাবনায় বাধা সৃষ্টি করতেও পারে।
তবে যাই হোক না কেন কোহলি বাহিনী সিরিজের শেষ ম্যাচ জিততে মরিয়া। আগের ম্যাচে অভিষেক হওয়া মহম্মদ সিরাজকে বসিয়ে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলাতে পারে। সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক বা মনীশ পান্ডের মধ্যে যে কোনো একজন। তবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ একদিনের ম্যাচে ব্যাট হাতে সফল দীনের কার্তিকই প্রথম পছন্দ। অক্ষর প্যাটেল এবং চাহালের উপরই স্পিন বিভাগ থাকছে, সেক্ষত্রে চ্যায়নাম্যান কুলদীপকে সাইড বেঞ্চেই বসে থাকতে হবে।
Be the first to comment