নির্মাণ শ্রমিকের কাজ করতে দুবাই গিয়ে মৃত ২ যুবক

The dead man's body. Focus on hand
Spread the love

টানাটানির সংসার। স্ত্রী ও দুই সন্তানের অন্ন সংস্থান করতেই দুবাই পাড়ি দিয়েছিলেন যুবক। মঙ্গলবার সেই যুবকই ফিরলেন তাঁর গ্রামে। তবে কফিনে শুয়ে।

পুলিশ জানিয়েছে, যুবকের নাম মহিবুল খান (৩৮)। ভারত-বাংলাবেশ সীমান্তবর্তী হোগলবেরিয়া থানার জামসেরপুর ১ নম্বর পঞ্চায়েতের কুচাইডাঙ্গা গ্রামের বাসিন্দা মহিবুল। গত বছর এক দালালেল মারফত খবর পেয়ে মহিবুল পাড়ি দেন দুবাইয়ে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ নিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গেই থাকতেন আরও এক নির্মাণ শ্রমিক কাবাতুল্লা খান। তিনি মুর্শিদাবাদের জলঙ্গি থানার সিটানাগরের বাসিন্দা।

গত ৮ অগস্ট খবর মেলে দুবাইতেই খুন হয়েছেন মহিবুল। পুলিশ সূত্রে খবর, ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তাঁর। খবর পাওয়ার পরই মহিবুলের দাদা আলম খান ভাইয়ের দেহ ফিরিয়ে আনার জন্য ছোটাছুটি শুরু করেন এলাকার জনপ্রতিনিধি দের কাছে। খবর পেয়ে বাড়িতে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিক খান। গোটা বিষয়টা তিনি জানান স্থানীয় বিধায়ক মহুয়া মৈত্রকে। অবশেষে মহুয়া মৈত্রের উদ্যোগেই গতকাল তাঁর দেহ ফেরে বাড়িতে।

মহিবুলের মৃত্যুতে গোটা গ্রামেই শোকের ছায়া। কেন তাঁকে খুন করা হল সেই উত্তর নেই কারওর কাছেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*