সারদা মামলায় এ বার কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে ডেকে পাঠাল সিবিআই। সারদা তদন্তে এ রাজ্যের পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে বলে বিভিন্ন মহল থেকে আগেই অভিযোগ উঠেছিল। সিবিআই সূত্রে খবর, রাজীব কুমার ছাড়াও ডেকে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের যুগ্ন কমিশনার বিনীত গোয়েল, অবসরপ্রাপ্ত সিআইডি কর্তা পল্লবকান্তি ঘোষ এবং রেলের কর্তা আইপিএস তমাল বসুকেও।
রাজ্য পুলিশের ডিজি-র কাছে মেল করে এই চারজন আইপিএস অফিসারকে তলব করেছে সিবিআই। চলতি মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে শীর্ষ আদালতকে লিখিত ভাবে সিবিআই জানিয়েছিল, সারদা-কাণ্ডে রাজ্য পুলিশের তদন্তকারী অফিসার এবং তদন্তের দায়িত্বে থাকা সিনিয়র অফিসারেরা অভিযুক্তদের সঙ্গে যোগসাজস করে তথ্যপ্রমাণ নষ্ট করেছে। সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে সারদা কাণ্ডে রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের ডেকে পাঠানো হয়েছিল। রাজীব কুমার সেই সময় বিধানগরের কমিশনার পদে ছিলেন। তাঁর বিরুদ্ধেও সারদা মামলার বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার অভিযোগ উঠেছিল।
সিবিআইয়ের দাবি, পুলিশি তদন্তের দায়িত্বে থাকা রাজীব কুমারকে এর আগে দু’বার তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছিলেন। উল্টে, রোজ ভ্যালি মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে থানায় ডেকে পাঠিয়ে তদন্ত নিয়ে প্রশ্ন করেছিলেন।
তা ছাড়া অভিযোগ ছিল আরও। সিবিআই সূত্রে খবর, সারদার দুই প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের মোবাইল ফোনের ‘কল রেকর্ডস’ তাদের দেয়নি রাজ্য পুলিশ। ২০১৪ সালের ৯ মে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কেলেঙ্কারির তদন্তে নামার পরে রাজ্য পুলিশের কাছ থেকে ওই ‘কল ডিটেলস’ চাওয়া হয়। কাদের সঙ্গে সুদীপ্ত ও দেবযানীর যোগাযোগ ছিল, তা জানতে ওই ‘কল ডিটেলস’ হাতে পাওয়াটা খুবই জরুরি ছিল সিবিআইয়ের কাছে। সিবিআইয়ের অভিযোগ, বার বার চেয়ে পাঠানো সত্ত্বেও সেই ‘কল ডিটেলস’ সিবিআইয়ের হাতে তুলে দেয়নি রাজ্য পুলিশ।
Be the first to comment