মাদার ডেয়ারির পর সুন্দরিনী। এই নামে নতুন দুগ্ধ প্রকল্প গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার। তার জন্য ব্যয় হবে ৩০ কোটি টাকা।
ওই প্রকল্পের জন্য দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও মথুরাপুরে জমি দেখা হয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, প্রতিদিন ২০ হাজার লিটার দুধ উৎপাদন করা হবে। পরে তার পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার লিটার পর্যন্ত হবে। যে সব বাড়িতে গরু আছে, সেখান থেকেও দুধ সংগ্ৰহ করবেন সরকারি কর্মীরা।
সুন্দরিনী প্রকল্পে ভালো সংখ্যক কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
Be the first to comment