সমস্ত স্তরের সাংস্কৃতিক জগতের মানুষদের এক ছাতার তলায় নিয়ে সাংস্কৃতিক সংগঠন গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস

Spread the love

লেখক, বুদ্ধিজীবী, চিত্র তারকা, গায়ক, ছবি আঁকিয়ে – সমাজের সমস্ত স্তরের সাংস্কৃতিক জগতের মানুষদের এক ছাতার তলায় নিয়ে সাংস্কৃতিক সংগঠন গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। শুধু কলকাতা নয়, এই সংগঠনে যুক্ত হবেন বাংলার ২৩ টা জেলার সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মানুষই।

বুধবার বিকেলে বাইপাসে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি প্রেস মিট ডেকেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পরে জানা যায়, প্রেস মিট নয় কথা বলবেন সুব্রত বক্সী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। এরপরেই দেখা যায় ব্রাত্য বসুকেও। শোনা যায় একটি বিশেষ মিটিং ডাকা হয়েছে।
এরপরেই একে একে হাজির হন দেবশ্রী রায়, শ্রীকান্ত মোহতা ইন্দ্রাণী ভট্টাচার্যের মতো অনেকেই। জল্পনা ছোটে তবে কি সিরিয়াল সংকট নিয়ে কোনও আলোচনা ডাকা হয়েছে?

খানিক পরে এসে পোঁছান চিরঞ্জিত, সুবোধ সরকার, শুভাপ্রসন্ন, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, সৌমিত্র রায়, জুন মালিয়ার মতো আরও অনেকে।

বৈঠকের পরে সংবাদ মাধ্যমকে চিরঞ্জিত জানান, নতুন এই সাংস্কৃতিক ফ্রন্ট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য গড়া হয়েছে সাত জনের কমিটি। তার নেতৃত্বে থাকবেন ইন্দ্রনীল সেন।

চিরঞ্জিত আরও জানান, ‘এবার থেকে কোনও ঘটনা ঘটলে আমরা সাংস্কৃতিক দিক থেকেই প্রতিবাদ জানাব।’

এই ব্যাপারে সুবোধ সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘বাংলার ২৩টা জেলার সব সাংস্কৃতিক কর্মীকে যদি একত্রিত করা যায় তাহলে বাংলার সংস্কৃতিই আরও জোরালো হবে।’

২১ জুলাইয়ের সভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ’৪২ এ ৪২ চাই।’ তারপর থেকে লোকসভা ভোট যত এগিয়েছে ততই বেড়েছে তৃণমূল বিজেপির তরজা। বিজেপি সভাপতি অমিত শাহকেও বার বার দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে ছুটে আসতে। প্রতিবারই মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ভাবে বিদ্ধ করেছেন তিনি।

অসমের এনআরসি নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন মমতা। বলেছিলেন, বাংলার সংস্কৃতি ওরা বোঝে না।

তারপরই সাংস্কৃতিক ফ্রন্ট গড়ার ঘোষণা করল তৃণমূল। রাজ্যের রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিজেপিকে রুখতে বাঙালির আবেগকেই ব্যবহার করতে চাইছেন মমতা। বাংলার সংস্কৃতিক কর্মীদের এক জায়গায় এনে বিজেপির বিরোধিতা করতে চাইছেন তিনি। একসময় এইভাবে সাংস্কৃতিক কর্মীদের সংগঠন গড়ে তুলে রাজনৈতিক ভাবে মানুষের কাছে পৌছতে চাইত বামদলগুলো। বিজেপিকে রুখতে মমতা কি সেই মডেলই নিলেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*