জার্মানিতে এক আলোচনাসভায় কেন্দ্র সরকারকে দুষলেন কংগ্রেস সভাপতি

Spread the love

মোদী সরকারের ব্যর্থতায় দেশে বেকারত্ব বাড়ছে। আর তার ফলেই বাড়ছে গণপিটুনির ঘটনা।’ জার্মানিতে এক আলোচনাসভায় এ ভাবেই কেন্দ্র সরকারকে দুষলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

জার্মানির হ্যামবুর্গে এক আলোচনাসভায় দেশের বেকারত্বের সমস্যার কথা তুলে ধরেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য মোদী সরকার দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যাপারে নজর দিচ্ছেন না। তার ফলে যুব সম্প্রদায় ভুল পথে চলে যাচ্ছে। রাহুল বলেন, ‘যদি দেশের সরকার যুব সম্প্রদায়কে সঠিক পথ দেখাতে না পারে, তাহলে তারা অন্য পথে চালিত হবে। সেটাই হচ্ছে। যুব সম্প্রদায় আজ হতাশায় ভুগছে। হতাশা থেকেই জন্ম নিচ্ছে রাগ। আর তাঁর ফলেই গণপিটুনির মতো ঘটনা ঘটছে।’
ওই আলোচনাসভায় রাহুল গান্ধী মোদী সরকারের অর্থনৈতিক নীতি নিয়েও কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, মোদী সরকারের ‘ডিমনিটাইজেশন’ দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘কালো টাকা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডিমনিটাইজেশন করেছেন তার সবথেকে খারাপ প্রভাব পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। প্রচুর ক্ষুদ্র ও মাঝারি শিল্প বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু লোক। আর এ সবেরই খারাপ প্রভাব গিয়ে পড়ছে সমাজের উপর। এর সঙ্গে গোদের উপর বিষফোঁড়া হিসেবে যোগ হয়েছে জিএসটি। এই সাঁড়াশি প্যাঁচে মানুষের অবস্থা দুর্বিষহ।’
এছাড়াও বিজেপি’র মেরুকরণের রাজনীতি সমাজের জন্য অভিশাপ বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন বিজেপি সরকার প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছে সমাজের উপর তলার মানুষ ও উচ্চবর্ণের মানুষদের সঙ্গে খেটে খাওয়া দলিত, গরিব মানুষদের অনেক ফারাক। তার ফলেই ভারতে যত গণপিটুনির ঘটনা ঘটছে সব জায়গায় সমাজের নীচু তলার দলিত মানুষদেরই এর খেসারত দিতে হচ্ছে। যতদিন না এই মেরুকরণের রাজনীতি দূর হবে ততদিন দেশের উন্নতি হবে না বলেই মত কংগ্রেস সভাপতির।

কিন্তু মোদী সরকার দেশের মূল সমস্যা সমাধানের কোনও চেষ্টায় করছে না বলে বক্তব্য রাহুলের। মোদীর উদ্দেশ রাহুলের বক্তব্য, ‘আগে দেশের সমস্যা বুঝুন, তারপর সমাধানের চেষ্টা করুন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*