ধীরে ধীরে জল নামছে কেরলে, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বানভাসিরা

Spread the love

ধীরে ধীরে জল নামছে কেরলে। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বানভাসিরা। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই এগিয়ে এসেছে দেশের নানা সংস্থা। সাহায্যের হাত বাড়িয়েছেন নামী দামি ব্যক্তিত্ব থেকে আম জনতা। এ বার বানভাসিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মহারাষ্ট্রের আহমেদনগর জেলার যৌনকর্মীরা।

ইতিমধ্যেই ২১ হাজার টাকার অনুদান তাঁরা তুলে দিয়েছেন ডেপুটি কালেক্টর প্রশান্ত পাতিলের হাতে। এই টাকা জমা করা হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। আরও বেশি অনুদান সংগ্রহের কাজে উঠে পড়ে লেগেছেন তাঁরা। চলতি মাসের শেষে আরও এক লক্ষ টাকা তাঁরা জমা করবেন ত্রাণ তহবিলে।
[8/23, 12:31 PM] Ashis Rojdin: এনজিও কর্মী দীপক বুরম জানিয়েছেন, এই যৌনকর্মীরা ত্রাণ জোগাড়ের জন্য খুবই পরিশ্রম করছেন। আরও লক্ষাধিক টাকা তাঁরা জোগাড়ের চেষ্টায় রয়েছেন। ‘স্নেহালয়’ নামে একটি এনজিও সংস্থায় কাজ করেন দীপক বুরম। এই এনজিও গত ৩০ বছর ধরে যৌনকর্মীদের উন্নয়নের জন্য কাজ করছে।

অতীতেও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশের নানা রাজ্যে কাজ করতে দেখা গিয়েছে তাঁদের। ২০১৫ সালে চেন্নাইয়ে বন্যা দুর্গদতের জন্য এক লক্ষ টাকা দান করেছিলেন আহমেদনগরের এই যৌনকর্মীরা।

এখনও পর্যন্ত গুজরাটের ভূমিকম্প (২০০১), সুনামি (২০০৪), কাশ্মীর ও বিহারের বন্যা, মহারাষ্ট্রের খরা ইত্যাদি দেশের নানা বিপর্যয়ে মোট ২৭ লক্ষ টাকা দান করেছেন তাঁরা। কার্গিল যুদ্ধে শহীদদের পরিবারের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছিল এই যৌনকর্মীদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*