আজকের দিন

Spread the love

স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন

জন্মঃ ৭ ই ১৯৮৮ সালে তিনি তিরুচিরাপল্লিতে জন্মগ্রহণ করেন। ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কারের পিছনে ছিল আলোর বিচ্ছুরণ বিষয়ে তার মৌলিক আবিষ্কার। তাঁর ভাতিজা সুব্রামানিয়ান চন্দ্রশেখরও ১৯৮১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পান।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

(জন্ম ৭ নভেম্বর, ১৯৮৭)

তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত ১৬শ লোকসভার সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যুব শাখা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি।
.
অভিষেক বন্দ্যোপাধ্যায় (জন্ম ৭ নভেম্বর, ১৯৮৭) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত ১৬শ লোকসভার সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যুব শাখা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি।
.
২০১২ সালের জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল যুবার জাতীয় সভাপতি রূপে তাঁর রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্ব্বিতা করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র ড. আবুল হাসনতকে পরাজিত করেন। তাঁকে ‘১৬শ লোকসভার শিশু’ বলা হয়। কারণ তিনি উক্ত লোকসভার কনিষ্ঠতম সদস্য।
.
২০১৪ সালের অক্টোবর মাসে তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ঘোষিত হন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

কমল হাসন

(জন্ম নভেম্বর ৭, ১৯৫৪),
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক যাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বাস্তববাদী অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৭ সালে ‘পুষ্পক’ নামে একটি কন্নড়-তেলুগু দ্বিভাষী কমেডি ছবিতে অভিনয় করে তিনি ভূষিত হন বেস্ট এ্যাক্টর ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ডে। এই ছবির পাত্র-পাত্রী কারোরই কোন সংলাপ ছিল না। কমল হাসনের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান।
.
শিশুশিল্পী হিসেবে কমল হাসন অভিনয় শুরু করেন। মাত্র পাঁচ বছর বয়সে বিমসিং পরিচালিত তামিল চলচ্চিত্র কালাথুর কান্নাম্মায় (১৯৬০) প্রথম অভিনয় করেন। শ্রেষ্ঠ শিশুশিল্পীর জাতীয় পুরস্কার জিতে ছিলেন এ ছবিতে অভিনয় করে। এ পর্যন্ত তিনি নায়ক, ভিলেন, জোকারসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এমনকি কাজ করেছেন নারী চরিত্রেও। এ পর্যন্ত তিনি তামিল, হিন্দি, বাংলা, তেলেগু, কন্নড়, মালয়ালাম প্রভৃতি ভাষায় প্রায় দুই শর মতো ছবিতে অভিনয় করেন।
.
তিনি কালাথুর কান্নামা, অপূর্ব রাগাঙ্গাল, ১৬ ভায়াথিনিলে,  কবিতা, মারো চরিত্রা, ছিগাপ্পু রোজাক্কাল, টিক টিক টিক, সাগর, নায়াগন, পুস্পক, থেগার মাগান, ইন্ডিয়ান, হে রাম, আভভাই শানমুগি, ভিরুমান্ডি, ভাসুল রাজা এম বি বি এস সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন।
.
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

ঋতুপর্ণা সেনগুপ্ত

(জন্ম: ৭ নভেম্বর ১৯৭১) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী। ১৯৯৫ সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশী ও হিন্দি চলচ্চিত্রেও। বাণিজ্যিক ও শৈল্পিক – উভয় ধারার সিনেমাতে তাঁর সুদক্ষ অভিনয় তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালিখির সঙ্গেও জড়িত ঋতুপর্ণা।
.
ঋতুপর্ণার জন্ম কলকাতায়। খুব অল্পবয়সেই চিত্রাংশু নামে একটি শিল্পবিদ্যালয় থেকে অঙ্কন, নৃত্য ও হাতের কাজে দক্ষতা অর্জন করেন। মাউন্ট কারমেল স্কুলে তাঁর পড়াশোনা। পরে লেডি ব্রাবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন।
.
ঋতুপর্ণার প্রথম ছবি শ্বেতপাথরের থালা মুক্তি পায় ১৯৯৫ সালে। মুম্বাইতে তিনি হেমা মালিনীর সঙ্গে মোহিনী নামে একটি টেলিফিল্মও করেন। এছাড়াও তিসরা কৌন নামে অপর এক হিন্দি ছবিতেও তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষের দহন (১৯৯৭), উৎসব (২০০০), অপর্ণা সেনের পারমিতার একদিন (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান (২০০২) ছবিতে তাঁর অভিনয় বিদগ্ধ মহলের প্রশংসা অর্জন করে।
.
তিনি, রেহমত আলী, মহানগর @কলকাতা, ফুটপাথ, ম্যায় ওসামা, মিত্তাল vs মিত্তাল, ডো নট ডিস্টার্ব, তৃষ্ণা, ফক্স, এস আর কে, লাভ খিচদি, ফেরা, চতুরঙ্গ, আয়নাতে, ম্যায় ওসামা, মোন অ্যামোর : শেষের কবিতা রিভিজিটেড, সির্ফ লাইফ লুকস গ্রিনার অন দ্য আদার সাইড, চাঁদের বাড়ি, গৌরী, আলো, অন্ধকারের শব্দ, অনুরণন, ব্যতিক্রমী, চক্রব্যুহ, তপস্যা, নিশিযাপন, কালো চিতা, মন্দ মেয়ের উপাখ্যান, সবসে বড়কর কৌন, কালি টোপি লাল রুমাল, উৎসব, পারমিতার একদিন, মোহিনী, তিসরা কৌন, শেষ চিঠি, শ্বেতপাথরের থালা, দ্বিতীয় বসন্ত, সিঁদুরের অধিকার, দেশ দরদী, তোমার আমার প্রেম, মিস মৈত্রেয়ী,রাঙা বউ, স্বামী কেন আসামী, গানে ভুবন ভরিয়ে দেবো, বিষ্ণু নারায়ণ, মধুমালতী, আমি সেই মেয়ে সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন।
.
বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। এই খ্যাতনামা অভিনেত্রীর জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা।

অনুষ্কা শেট্টি

(জন্ম: ৭ নভেম্বর, ১৯৮১ সাল)
তিনি হচ্ছেন একজন ভারতীয় ছবির নায়িকা, যিনি প্রকৃতরুপে তেলুগু, তামিল ছবিতে কাজ করেন। অনুষ্কা মাঙ্গালোরে জম্মগ্রহণ করেন কিন্তু কর্মজীবন শুরু করেন যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে। ঠিক সে সময়ে তাঁকে ছবির কাজের জন্য আমন্ত্রণ জানানো হয়।
.
তিনি ২০০৫ সালে একটি তেলেগু ছবি সুপার দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি অসংখ্য তেলুগু ছবি যেমন বিক্রমারকুডু (২০০৬), অরুন্ধতি (২০০৯) এবং ভেধাম (২০১০) নায়িকা প্রধান হিসেবে কাজ করেন। এরকম অসংখ্য উচ্চ-বাজেট সম্পন্ন ছবিতে কাজের সুবাদে তিনি নিজেকে তেলেগু চলচ্চিত্রে এক অনন্য মাত্রায় নিয়ে আসেন এবং প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাহুবলির মতো বিগ বাজেট ছবির নায়িকাও হয়েছিলেন তিনি। 
.
এছাড়াও লাকসাম, ডন, বালাদর, সোয়াগতম, কিং, বিল্লা, কেডি, সিংগম, ভেদম, সাগুনি, ভানম, মিরচি, সিংহম ২, লিঙ্গা, থোজা, ভাগমাটি সহ আরও অনেক সিনেমায় কাজ করেছেন।
.
রোজদিনের পক্ষ থেকে তাকে জানাই শুভ জন্মদিন।

কিরণ রাও

৭ নভেম্বর ১৯৭৩ সালে বেঙ্গালুরুর একটি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক পিতামহ জে. রামেশ্বর রাও ছিলেন একজন ওয়ানাপার্থীর রাজা। তিনি কলকাতায় বেড়ে ওঠেন, যেখানে তিনি লরেটো হাউস এবং লা মার্টনেরি কলকাতায় উপস্থিত ছিলেন। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, এবং পরিচালক।
.
তিনি পরিচালক হিসাবে ধোবি ঘাট, সহ পরিচালক হিসাবে লাগান, মনসুন ওয়েডিং, সাথিয়া, স্বদেশ। প্রযোজক হিসাবে পিপল লাইভ, ডেল্লি বেল্লি, তালাশ, সত্যমেব জয়তে, সহযোগী প্রশোজক হিসাবে তারে জামিন পার, জানে তু ইয়া জানেনা ইত্যাদি ছবিতে কাজ করেছেন।
.
আজ জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

 

তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*