প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরা আমার দলেরই কিছু কর্মী পছন্দ করেননি’। এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
বুধবার জার্মানির হ্যামবুর্গে এক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে বেশ কিছু প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন রাহুল গান্ধী। দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কংগ্রেস সভাপতি বলেন, দেশে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব ও ডিমনিটাইজেশন। বেকারত্বের ফলে দেশের যুব সম্প্রদায় হতাশ হয়ে পড়ছে। ফলে গণপিটুনির ঘটনা বেড়ে যাচ্ছে। রাহুল গান্ধী আরও বলেন, ডিমনিটাইজেশনের ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে তার প্রভাব পড়ছে অর্থনীতির উপর।
এই প্রসঙ্গেই আসে সংসদে রাহুল গান্ধীর মোদীকে জড়িয়ে ধরার ঘটনা। এই পরিপ্রেক্ষিতে রাহুল বলেন, ‘সংসদে আমি যে প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমার দলেরই কিছু কর্মী পছন্দ করেননি। তাঁদের মনে হয়েছিল মোদী কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে যে ধরণের কথা বলেন তার পর ওই কাজ করা আমার উচিত হয়নি। আমি কিন্তু কেবলমাত্র সৌজন্য দেখাতেই গিয়েছিলাম।’
প্রসঙ্গত, ২০ জুলাই সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। সেই প্রসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে রাফাল চুক্তি সহ একাধিক বিষয়ে অভিযোগ আনেন রাহুল। তার বিরুদ্ধে পালটা আক্রমণ করেন মোদী-অমিত শাহ। তারপরেই কংগ্রেস সভাপতি আসেন হিন্দুত্বের প্রসঙ্গে। তিনি বলেন, ‘আমি যে হিন্দু তা ওঁদের আক্রমণের ফলেই জানতে পেরেছি। বুঝতে পেরেছি। এবং বুঝেছি হিন্দু ধর্ম ভালবাসতে শেখায়। ঘৃণা বিদ্বেষ ছড়াতে নয়। আপনি আমাকে ‘পাপ্পু’ বলতে পারেন, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি না। আপনার ভিতর থেকে ঘৃণাটা বার করে এনে আমি ভালোবাসায় পরিণত করব। আমি কংগ্রেস।’
এখানে বক্তৃতা শেষ করেই সটান প্রধানমন্ত্রীর আসনের দিকে হাঁটা লাগান রাহুল। তাঁকে আলিঙ্গন করে নিজের আসনে ফিরে এসে ফের বলেন, প্রধানমন্ত্রী এটাই হিন্দুত্ব। আমার-আপনার মতান্তর থাকতেই পারে। কিন্তু মানুষের প্রতি মানুষের ভালবাসা থাকবে না কেন?
এর পরেই রাহুলের জড়িয়ে ধরা নিয়ে মোদী সহ অনেক বিজেপি নেতা নানারকমের মন্তব্য করেছেন। এতদিন পর জার্মানির আলোচনসভায় সেই প্রসঙ্গ তুলে এনে জবাব দিলেন রাহুল গান্ধী।
Be the first to comment