বৃহস্পতিবারেই তিন বছরের জন্মদিন পালন করছে কলকাতার বন্ধন ব্যাঙ্ক। আর এই দিনেই জানা গেল গৃহঋণ সংস্থা পিএনবি হাউজিং ফিনান্সের নিয়ন্ত্রণ নিতে পারে বাঙালি চন্দ্রশেখর ঘোষের এই প্রতিষ্ঠান।
পিএনবি হাউজিং-এ অংশীদারিত্ব নেওয়ার জন্য নগদ এবং স্টক দুটো মিলিয়ে প্রস্তাব দিতে পারে বন্ধন। সূত্রের খবর, এর জন্য ইতিমধ্যেই পিএনবির সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন বন্ধনের শীর্ষ কর্তারা।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আওতাধীন সংস্থা পিএনবি হাউজিং ফিনান্স। তবে নীরব মোদী কেলেঙ্কারী এবং অনাদায়ী ঋণের ভারে এমনিতেই জর্জরিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ফলে তারা চায় পিএনবি হাউজিং ফিনান্সে অংশীদারিত্ব কমাতে।
অন্যদিকে এই সংস্থাকে নিজেদের আওতায় আনতে পারলে লাভবান হবে বন্ধন ব্যাঙ্ক। এর ফলে খুব সহজেই বাড়বে তার ঋণের পরিমান।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এই মাসের শেষের মধ্যেই ৪০ শতাংশে নামিয়ে আনতে হবে বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতাদের অংশীদারিত্ব। সূত্রের খবর, এখন অবধি এই লক্ষ্যমাত্রা থেকে বহুদূরে বন্ধন ব্যাঙ্ক। পিএনবি হাউজিংকে অধিগ্রহণ করতে পারলে অবশ্য খুব সহজেই এই লক্ষ্যে পৌঁছাতে পারবে তারা।
তবে এখন অবধি এই নিয়ে কোনও মন্তব্য করেননি বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ।
গত তিন বছরে অন্ধ্রপ্রদেশের মাইক্রোফিনান্স কেলেঙ্কারী, নোটবন্দী, কৃষক লোন মুকুবের মতো নানা ঘটনায় জর্জরিত দেশের অর্থনৈতিক সংস্থাগুলো। তবে এর তেমন কোনও প্রভাব পড়েনি বন্ধন ব্যাঙ্কের ওপরে।
কিছুদিন আগেই আইসিআইসিআই ডিরেক্ট জানিয়েছে বছরে গড়ে প্রায় ৯০ শতাংশ হারে বেড়েছে বন্ধনের ব্যবসা।
Be the first to comment