আমাকে খুন করতে লোক পাঠিয়েছিল বিজেপি আরএসএস।’চাঞ্চল্যকর এই অভিযোগ বিহারের আরজেডি নেতা লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের। বুধবার বিহারের মহুয়ায় ঈদ উপলক্ষ্যে তাঁর কেন্দ্রে গিয়েছিলেন তেজপ্রতাপ। সেই সময়েই ওই সশস্ত্র লোকটিকে দেখতে পায় তেজপ্রতাপের ড্রাইভার ও জড়ো হওয়া জনতা। পরে তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়।
‘বিহারে বিধায়ক এবং মন্ত্রীরাও নিরাপদ নন। তাহলে সাধারণ লোক কার কাছে নিরাপত্তা চাইবেন?’ সাংবাদিকদের কাছে এমন প্রশ্নও করেন তেজপ্রতাপ।
তবে তেজপ্রতাপ নাটক করছেন বলে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা সুশীল কুমার মোদী। তিনি আরও বলেন, ‘তেজপ্রতাপকে টপকে ভাই তেজস্বীই এখন আরজেডির নেতা হয়ে গিয়েছে। তাই তিনি এখন হতাশায় ভুগে এইসব বলছেন।’
জুলাই মাসে নিজেরই দলের নেতাদের আচরণের নিন্দা করে একটি পোস্ট দেখা যায় তেজপ্রতাপের ফেসবুক অ্যাকাউন্টে। তাতে এমনও লেখা ছিল, এই নিয়ে তাঁর অভিযোগকে আমলই দিচ্ছেন না তাঁর বাবা লালুপ্রসাদ ও মা রাবড়ী দেবী।
পরে অবশ্য তেজপ্রতাপ দাবি করেছিলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেই সময়েও বিজেপি এবং আরএসএসের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল বিজেপি।
Be the first to comment