১৪ বছরের পুরনো নীতির খেলাপ করা যাবে না, সেই কারণে কেরল বন্যা মোকাবিলায় বিদেশি অর্থ সাহায্য নেবে না কেন্দ্র । সংযুক্ত আরব আমিরশাহীর ৭০০ কোটি টাকা ত্রাণসাহায্যের প্রয়োজন এই মুহূর্তে ভারতের নেই, এমনটাই জানিয়েছিল বিদেশ মন্ত্রক । কিন্তু কেরলের স্বার্থে সেই নিয়মের ব্যতিক্রম ঘটানোর আর্জি জানালেন কেন্দ্রীয়মন্ত্রী কে জে আলফন্স ।
আলফন্স নিজেও কেরলের বাসিন্দা । তিনি জানিয়েছেন এই বিষয়ে অনেকের সঙ্গেই তিনি আলোচনা করেছেন । এই মুহূর্তে কেরলের যা পরিস্থিতি তাতে এই অর্থ সাহায্যের খুবই প্রয়োজন ও সেই জন্যই কেন্দ্রের কাছে এই আর্জি জানিয়েছেন তিনি । গত ৫০ বছর ধরে বিদেশি মুদ্রা লেনদেনের ক্ষেত্রে কেরলের অবদান অনেকটাই । দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ার কারণে দেশের অর্থনীতিতে ও কেরলের অবদান অনেকটাই । সেই কারণেই এই রাজ্যের সাহায্যার্থে বিদেশি অর্থ সাহায্য গ্রহণ করার আবেদন জানিয়েছেন আলফন্স ।
ইতিমধ্যে একটি বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে ৬০০ কোটি টাকা কেবলমাত্র ত্রাণকার্যের জন্যই দেওয়া হয়েছে । প্রয়োজন আরও বেশি অর্থসাহায্যের আশ্বাস দিয়েছে মোদি সরকার । এবিষয়ে আলফন্স জানিয়েছেন এই মুহূর্তের জন্য যথেষ্ট পরিমাণ সাহায্যই করেছে কেন্দ্রীয় সরকার । এছাড়াও দেশবাসীর কাছে অর্থসাহায্যর আবেদনও জানিয়েছেন আলফন্স । প্রত্যেক নাগরিককে বড় অঙ্কের চেক পাঠাতেও বলেছেন আলফন্স ।
Be the first to comment