৩১ অগাস্ট পর্যন্ত তামিলনাড়ু যেন মুল্লাপেরিয়ার বাঁধে ১৩৯ ফুটের বেশি জল না রাখে জানালো শীর্ষ আদালত

Spread the love

বন্যাদুর্গত কেরলের অভিযোগ, তামিলনাড়ু আচমকা মুল্লাপেরিয়ার বাঁধ থেকে বিপুল পরিমাণ জল না ছাড়লে এত বড় বিপর্যয় হত না। তামিলনাড়ু এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলল, ৩১ অগাস্ট পর্যন্ত তামিলনাড়ু যেন মুল্লাপেরিয়ার বাঁধে ১৩৯ ফুটের বেশি জল না রাখে। বাঁধের জলধারণ ক্ষমতা তার চেয়ে দু’ফুট বেশি।

কেরলের ইদুক্কি জেলায় পেরিয়ার নদীর ওপরে ওই বাঁধ অবস্থিত। এখন তাতে ১৪২ ফুট জল আছে। জলের পরিমাণ কমিয়ে ১৩৯ ফুটে নামিয়ে আনার জন্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীকে চিঠি লিখেছিলেন। তামিলনাড়ু সরকার জানিয়েছিল, এই বৃষ্টির সময় তাড়াতাড়ি জলের পরিমাণ কমানো সম্ভব নয়। কিন্তু সুপ্রিম কোর্ট কেরলের দাবিমতো জলের উচ্চতা কমাতে বলেছে।

মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে ফের শুনানি হবে আগামী ৬ সেপ্টেম্বর। সেখানে কেৱল, তামিলনাড়ু, কর্ণাটক ও পুদুচেরির প্রতিনিধি উপস্থিত থাকবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*