ভারতের টেনিস জুটি রোহন বোপান্না-দ্বিবিজ শরণ এশিয়ান গেমসে ডাবলসে সোনা জিতলেন

Spread the love

রোয়িংয়ের পর এ বার টেনিস। ভারতের টেনিস জুটি রোহন বোপান্না-দ্বিবিজ শরণ এশিয়ান গেমসে ডাবলসে সোনা জিতলেন।

কাজাখস্তানের আলেক্সান্ডার বুবলিক ও ডেনিস ইয়েভসেইভ জুটিকে স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪ ফলে হারান এই ভারতীয় জুটি। মাত্র ৫২ মিনিটেই জইয় পান বোপান্না-দ্বিবিজ জুটি। সেমিফাইনালে জাপানের জুটির বিরুদ্ধে অবশ্য যথেষ্ঠ লড়াই করেই জিততে হয়েছিল বোপান্নাদের। কিন্তু ফাইনালে বিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না তাঁরা।

অন্যদিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হিনা সিধু। ফাইনালের শুরু থেকে অবশ্য অনেকটাই পিছিয়ে পড়েছিলেন ভারতের ১ নম্বর মহিলা শুটার। কিন্তু শেষদিকে পরপর ১০ পয়েন্ট তুলে খেলায় ফিরে আসেন হিনা। অবশেষে ব্রোঞ্জ জেতেন তিনি। হিনা সিধুর এই লড়াইকে সম্মান জানিয়েছেন অলিম্পিকে ভারতের একমাত্র ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী শুটার অবিনব বিন্দ্রা। এই নিয়ে এশিয়ান গেমসে তৃতীয় পদক হলো হিনা সিধুর। যদিও ব্যক্তিগত ইভেন্টে এটা তাঁর প্রথম পদক।

ষষ্ঠ দিনে এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ৬ টি সোনা, ৪ টি রুপো, ১৩ টি ব্রোঞ্জ। মোট পদক সংখ্যা দাঁড়াল ২৩। এই মুহূর্তে এশিয়ান গেমসে পদক তালিকায় ভারতের স্থান সাত নম্বরে। প্রথম তিনে রয়েছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*