চিকিৎসার জন্য প্যারোলে মুক্ত আছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। দু’দফায় প্যারোলের মেয়াদ বাড়ানো হয়েছে। লালু চাইছেন, আর একদফা বাড়ানো হোক। কিন্তু আদালত জানিয়ে দিল, আর ছাড় নয়। ৩০ অগাস্টের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে লালুকে।
মুম্বইয়ের এক হাসপাতালে লালুর ফিসচুলা অপারেশন হয়েছে। তাঁর উকিল প্রভাত কুমার আদালতে জানিয়েছেন, এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। ডাক্তাররা তাঁকে জানিয়েছেন, তাঁর প্রস্টেট অপারেশন করতে হবে, কিডনি থেকে পাথর বার করতে হবে এবং চোখে ছানি অপারেশন করতে হবে।
বিচারপতি অপরেশকুমার সিনহার নেতৃত্বে ঝাড়খণ্ড হাইকোর্টের বেঞ্চ জানিয়ে দেয়, লালুর এখন যে চিকিৎসা প্রয়োজন তা রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেই হতে পারে
পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ২৩ ডিসেম্বর থেকে বিরসা মুণ্ডা জেলে ছিলেন লালু। মাস দুয়েক পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য ১১ মে তাঁকে জামিন দেওয়া হয়। জামিনের সময়সীমা বাড়ানো হয় দু’বার। সেই মেয়াদ শেষ হয়েছে ২০ অগাস্ট।
Be the first to comment