SSC-র ওয়েটিং লিস্ট রাতারাতি বদলে যাওয়া অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠালেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য। চিঠিতে গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত দুর্নীতি বলে উল্লেখ করেন অশোকবাবু। পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত না হওয়া পর্যন্ত তালিকা স্থগিত রাখার দাবি জানান তিনি।
স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত রাষ্ট্রবিজ্ঞানের ওয়েটিং লিস্টে হঠাৎ করেই দেখা যায় অঙ্কিতা অধিকারী নাম যুক্ত হয় বলে অভিযোগ ওঠে। সোশাল মিডিয়ায় বলাবলি শুরু হয়, অঙ্কিতা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার জন্যই পরেশবাবু তৃণমূলে যোগ দিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে আসরে নামে বিরোধীরা।
গতকাল এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি লেখেন অশোক ভট্টাচার্য। তিনি লেখেন, “আমি এই অঞ্চলের একজন বিধায়ক হিসেবে এই দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছি। তদন্ত না হওয়া পর্যন্ত এবং সঠিক তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই তালিকা স্থগিত রাখার দাবি জানাচ্ছি।”
Be the first to comment