কদিন আগেই শিরোনামে এসেছিল গুজরাটের অন্যতম বিখ্যাত শহর সুরাট। রাখি উৎসব উপলক্ষ্যে ‘সোনার মিষ্টি” বানিয়েছিলেন সুরাটের এক মিষ্টির দোকান। এ বার ফের খবরে সেই সুরাট। তবে এ বার আর মিষ্টি নয়। একেবারে সোনার রাখিই বানিয়ে ফেলেছে এক জুয়েলারি সংস্থা।
সুরাটের ডায়মন্ড সিটির একটি গয়নার দোকান বানিয়েছে এই অভিনব রাখি। এক্কেবারে খাঁটি সোনা। ২২ ক্যারেটের এইসব রাখিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ছবি। দাম ৫০ থেকে ৭০ হাজারের মধ্যে। দোকানদাররা বলছেন, হু হু করে বিকোচ্ছে এই রাখি। গয়না প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, এই ধরণের মোট ৫০টি রাখি তারা বানিয়েছিলেন। ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে ৪৭টা। সংস্থার কর্ণধার জানিয়েছেন, ভারতের জন্য এই তিন ব্যক্তিই অসমান্য কাজ করেছেন এবং করছেন। শুধু তাই নয় বিশ্বের বহু মানুষের অনুপ্রেরণা এই তিনজন। আর তাই তাঁদের নিয়েই রাখি বানিয়েছে সংস্থা।
এ বছরের রাখি খানিকটা অন্য আমেজ নিয়েই এসেছে গুজরাটে। সোনার রাখির পাশপাশি বিপুল জনপ্রিয়তা পেয়েছে সোনার মিষ্টিও। সুরাটের ‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক’ দোকানে মিলবে গোল্ড প্লেটেড মিষ্টি। ভিতরে থাকবে আপনার পছন্দের মন ভোলানো মিঠাই। আর বাইরে ২৪ ক্যারেটের গোল্ড প্লেটিং। এই সোনার মিষ্টির দর কিলো প্রতি নয় হাজার টাকা। দোকানের মল্লিক প্রিন্স মিঠাইওয়ালা জানিয়েছেন, সোনা মানব শরীরের জন্য উপকারী। আর এ কথা মাথায় রেখেই এমন মিষ্টির বানানোর ভাবনা এসেছে তাঁদের মাথায়।
তবে শুধু গুজরাটেই নয় রাখি উৎসব ঘিরে চমক রয়েছে ভারতের অন্যান্য রাজ্যেও। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, রাখি উৎসব মহিলাদের বিশেষ উৎসব। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাখির দিন বাসে উঠলে ভাড়া দিতে হবে না মহিলাদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন ২৫ অগস্ট মধ্যরাত থেকে ২৬অগস্ট মধ্যরাত পর্যন্ত মহিলাদের বাস ভাড়া লাগবে না। এই নিয়ম কার্যকর হবে এসি বাসের ক্ষেত্রেও। জানা গিয়েছে, দিল্লি মেট্রোও বিশেষ ট্রেন চালাবে রাখির দিন। রবিবার সাধারণত সকাল ৮টা থেকে চলে দিল্লি মেট্রো। কিন্ত এই রবিবার রাখির জন্য সকাল ৬টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা।
Be the first to comment