শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক মার্ভান আত্তাপাত্তু শ্রীলঙ্কার একজন সফল ক্রিকেটার। যিনি নিজের টেস্ট কেরিয়ারে ৫০০০ রান এবং ওয়ান ডে কেরিয়ারে ৮০০০এর ওপর রান করেছেন। ১৯৯০ সালের নভেম্বরে ভারতের সাথে টেস্ট খেলায় তার অভিষেক ঘটে। তার ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারে আত্তাপাত্তু নিজের অনেক চড়াই-উৎড়াই দেখেছেন। এই আত্তাপাত্তুই টেস্ট ক্রিকেটে ১রান থেকে ২ রানে আসতে প্রায় ৬ বছর সময় লাগিয়েছেন।
আত্তাপাত্তু ২০ বছর বয়সে নভেম্বর ১৯৯০ সালে ভারতের সাথে একমাত্র টেস্ট ম্যাচে প্রথম খেলার সুযোগ পায়, এবং ঐ ম্যাচের দুইটি ইনিংসেই ০ রান করে আউট হয়ে যান। চন্ডীগড়ে সেই ম্যাচ ভারত ৮ উইকেটে জিতে যায়। এরপর দু বছর আত্তাপাত্তু শ্রীলঙ্কা দলে সুযোগ পায়নি।
দুবছর পর যখন আবার সুযোগ এলো, আত্তাপাত্তুর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগস্ট ১৯৯২ সালে। কলম্বোয় হওয়া এই ম্যাচে আত্তাপাত্তু প্রথম ইনিংসে আবার ০ রান করেন, এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করে আউট হয়ে যান। এরপর তিনি আবার শ্রীলঙ্কা টিম থেকে বাদ পড়ে যান।
তারপর আরো ৪ বছর পর তিনি দলে ফের সুযোগ পান। এরপর তার প্রত্যাবর্তন দারুন ভাবে সফল হয়। তিনি টেস্ট ক্রিকেটে ৬ বার ডাবল সেঞ্চুরী করেছেন। শ্রীলঙ্কার হয়ে অনেক স্মরণীয় ম্যাচ খেলেছেন এবং অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন।
তথ্য সংগ্রহেঃ রাজকুমার ঘোষ
Be the first to comment