রাহুল ‘পণ্ডিতমূর্খ’, ‘অপরিণত’ ও ‘অশিক্ষিত’ নেতা, পাল্টা দিলো বিজেপি

Spread the love

ইউরোপ সফরে গিয়ে আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজেপি তার পাল্টা সমালোচনা করে বলেছে, রাহুল ‘পণ্ডিতমূর্খ’, ‘অপরিণত’ ও ‘অশিক্ষিত’ নেতা।

রাহুল বলেছেন, মুসলিম ব্রাদারহুড যেমন সব প্রতিষ্ঠানকে নিজের মতাদর্শ অনুযায়ী চালাতে চায়, আরএসএস-ও তাই। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, যেভাবে রাহুল দুটি সংগঠনের তুলনা করেছেন, তা ক্ষমার অযোগ্য। বিজেপির অপর মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, যারা ইউরোপের ইতিহাস পড়েছে তারা সকলেই রাজা প্রথম জেমসের কথা জানে। তাঁর সভাসদরা ভাবত রাজা খুব জ্ঞানী। কিন্তু তিনি একের পর এক বোকার মতো কাজ করে যেতেন।  সবাই বলত, তিনি খ্রিস্টান জগতের সবচেয়ে জ্ঞানী মূর্খ। তেমন রাহুলও কংগ্রেসীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মূর্খ।
রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, উনি তো ঘন ঘন বিদেশ সফরে যান। তাঁর ইচ্ছা, দেশের প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী তো দূরের কথা, পরিণত বিরোধী নেতা হওয়ার যোগ্যতাও তাঁর নেই।

রাহুল গান্ধী বিদেশে এক সভায় বলেছিলেন, যুবকরা বেকার থাকার জন্যই আইসিস নামে সংগঠনটির জন্ম হয়েছে। এই মন্তব্যের বিরোধিতা করে সুধাংশু ত্রিবেদী বলেন, রাহুল নিশ্চয় জানেন, ওসামা বিন লাদেন বেকার ছিলেন না। তিনি ছিলেন কোটিপতি। নিউ ইয়র্কে যারা জঙ্গি হামলা চালিয়েছিল, তারাও কেউ বেকার ছিল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*