১০ দিনের মধ্যেই মারা গেল ভারতে জন্মানো প্রথম হামবোল্ট প্রজাতির পেঙ্গুইন

Spread the love

স্বাধীনতা দিবসের দিন জন্মেছিল সে। কিন্তু ১০ দিনের মধ্যেই মারা গেল ভারতে জন্মানো প্রথম হামবোল্ট প্রজাতির পেঙ্গুইন।

মুম্বইয়ের বীর জিজাবাই ভোঁসলে উদ্যান (মুম্বই জু)-তে জুলাই মাসে ডিম পাড়ে ফ্লিপার নামের এক পেঙ্গুইন। সেই ডিম ফুটে ১৫ অগস্ট জন্মায় ওই পেঙ্গুইন। চিড়িয়াখানা সূত্রে খবর, জন্মের পর থেকেই অসুস্থ ছিল পেঙ্গুইন ছানাটি। শুক্রবার রাতে মারা যায় সে। ছানাটির মা ফ্লিপার মুম্বই জু-এর বাকি সব পেঙ্গুইনের তুলনায় বয়সে বড়। এদিকে হামবোল্টের বাবা মিস্টার মোল্ট কিন্তু মুম্বই চিড়িয়াখানার বয়সে সবচেয়ে ছোট পেঙ্গুইন।
হামবোল্ট প্রজাতির পেঙ্গুইন মূলত দক্ষিণ আমেরিকার বাসিন্দা। চিলি এবং পেরুর উপদ্বীপীয় অঞ্চলে এরা সাধারণত ডিম পেড়ে থাকে। বর্তমানে এই হামবোল্ট পেঙ্গুইন বিলুপ্ত প্রায় প্রজাতির মধ্যে রয়েছে। ২০১৬ সালের ২৬ জুলাই আটটি হামবোল্ট পেঙ্গুইন ডোরি, ডোনাল্ড, ডেইজি, পপেই, অলিভ, বাবল, ফ্লিপার এবং মিস্টার মোল্টকে আনা হয়েছিল মুম্বইয়ের এই চিড়িয়াখানায়। যদিও মেয়ে পেঙ্গুইন ডোরি বেশি দিন বাঁচেনি। ওই বছরই ২৩ অক্টোবর ব্যাকটেরিয়াল ইনফেকশনে মারা যায় সে।
ভারতে প্রথম হামবোল্ট পেঙ্গুইন জন্মানোর পর খুশির হাওয়া ছিল চিড়িয়াখানা জুড়ে। কিন্তু সে মারা যেতেই মন খারাপ চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত কর্মীদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*