ঠিক এক বছর আগে, ২০১৭ সালের ২৫ অগাস্ট সিবিআই কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন বিতর্কিত গডম্যান গুরমিত রাম রহিম সিং। তার পরে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল হরিয়ানার পাঁচকুলায়। এখন গুরমিত জেলে। কিন্তু তাঁর ডেরা সাচা সৌদা চলছে রমরমিয়ে। কোথা থেকে এত টাকা আসছে, জানতেই পারছেন না গোয়েন্দারা।
দুই সন্ন্যাসিনীকে ধর্ষণের দায়ে ২০ বছর জেল খাটছেন গুরমিত। ডেরা সাচা সৌদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর পরেও সম্প্রতি ভক্তরা যেভাবে গুরমিতের জন্মদিন পালন করেছে, তাতে তাক লেগে গিয়েছে গোয়েন্দাদের। গুরমিতের জন্মদিন ১৫ অগাস্ট। ডেরা সাচা সৌদার প্রতিষ্ঠা দিবসও ওই দিনটি। আগে প্রতি বছর এই দিনে সুসজ্জিত উঁচু মঞ্চে বসে ভক্তদের আশীর্বাদ করতেন গুরমিত। এবার তাঁর অনুপস্থিতিতে ভক্তরা বিরাট বিরাট বিলবোর্ড টাঙিয়েছে। তাতে গুরমিতের ছবি শোভা পাচ্ছে।
ডেরা সাচা সৌদার ৪০ হাজার ভক্ত ১৫ অগাস্ট জড়ো হয়েছিল। তারা সেদিন ২৫ লক্ষ গাছের চারা লাগিয়েছে। তাদের অনেকে কেরলে বন্যাদুর্গতদের ত্রাণ দিচ্ছে।
ডেরা সাচা সৌদার মোট সম্পত্তির মূল্য ২১ হাজার কোটি টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার ফলে তাদের অনেক ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু বহু ধনী ভক্ত এখনও আশ্রমকে সাহায্য করে চলেছেন। গোয়েন্দারা খুঁজে বার করার চেষ্টা করছেন, কারা সেই ভক্ত।
Be the first to comment