একেই বোধহয় বলে দুঃসাহস! চারিদিকে পুলিশের ঘর। এর মধ্যেই চোর এল। এক পুলিশকর্মীর ঘরের তালা ভেঙে সব নিয়ে কেটেও পড়ল। টের পেল না কেউ। শনিবার রাতে এমনই ঘটনা ঘটেছে খোদ কলকাতায়। মানিকতলা থানার অন্তর্গত বাগমারি পুলিশ আবাসনে এক পুলিশকর্মীর ফ্ল্যাট থেকে চুরি হয়েছে নানান সামগ্রী। গোটা ঘটনার তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ।
এই পুলিশ আবাসনের তিনটি টাওয়ারে থাকেন পুলিশকর্মী এবং তাঁদের পরিবার। একটি টাওয়ারের তিন তলায় থাকেন এএসআই অদিতি চৌধুরী। সন্ধে বেলা তিনি বাড়িতে ছিলেন না। ডিউটি থেকে ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। গোটা ঘর লণ্ডভণ্ড। খবর দেওয়া হয় মানিকতলা থানায়।
এমনিতে শহর কলকাতার আবাসনে চুরির ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এ বার একেবারে খোদ পুলিশ আবাসনে। ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে তাঁদের আবাসনের নিরাপত্তা নিয়েই। মানিকতলা থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আবাসনের গেটে নিরাপত্তারক্ষীরা থাকেন। সেসব টপকে কীভাবে আবাসনের তিন তলায় চোর উঠল সেই বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
Be the first to comment