উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ গভীর হওয়ার আগেই সরে গেল ওড়িশার দিকে। ফলে বৃষ্টির ঘাটতি থেকেই গেল বাংলায়।
মৌসম ভবন জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ২০শতাংশ বৃষ্টি ঘাটতি রয়েছে। এই নিম্নচাপ গভীর হলে সেই ঘাটতি অনেকটাই মিটত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশে মেঘ-রোদের খেলা চললেও দক্ষিণবঙ্গের অস্বস্তি বাড়াবে ভ্যাপসা গরম। আলিপুর হাওয়া অফিসের কথায়, নিম্নচাপ ওড়িশা উপকূলে সরে গেলেও বাতাসে রয়েছে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প।
তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সেটা নিম্নচাপের বৃষ্টি নয় বলেই জানা গিয়েছে।
Be the first to comment