সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ হলো জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারের ভাইপো তলহা রশিদ। সোমবার রাতে পুলওয়ামায় শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। আর তখনই সেনাবাহিনীর গুলিতে প্রাণ যায় তলহার। পাশাপাশি গুলির লড়াইয়ে নিহত হয়েছে আরও দুই জঙ্গি। জানা গিয়েছে মৃত জঙ্গিদের প্রধান ছিলেন মাসুদ আজাহারের ভাইপো ওরফে তলহা রশিদ। বাকি দুজনের নাম মেহমুদ ভাই এবং ওয়াসিম আহমেদ। অন্যদিকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন শ্যাম সুন্দর নামে এক সেনা জওয়ান।
প্রসঙ্গত, সোমবার রাতে পুলওয়ামার কান্দির আগলার গ্রামে লুকিয়েছিল এই ৩ জঙ্গি। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর জওয়ানরা। সে সময় জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াই থামলেও এলাকাজুড়ে জারি রয়েছে তল্লাশি। অন্যদিকে মঙ্গলবার সকালে জম্মু কাশ্মীর পুলিশের এক অধিকর্তা জানিয়েছেন মৃত ৩ জঙ্গিই জইশ- ই-মহম্মদের সদস্য। জঙ্গিদের কাছ থেকে একটি এম ফোর রাইফেল ও দুটি একে ৪৭ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
Be the first to comment