যাদবদের থেকে দুধ ও কুশওয়াহদের থেকে চাল নিয়ে ক্ষীর বানানো যেতে পারেঃ উপেন্দ্র কুশওয়াহা

Spread the love

বেশ কিছুদিন ধরেই আরএলএসপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহাকে দলে টানতে চাইছিলেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। কুশওয়াহা সাড়া দেননি। কিন্তু গত শনিবার তিনি বলেছেন, যাদবদের থেকে দুধ ও কুশওয়াহদের থেকে চাল নিয়ে ক্ষীর বানানো যেতে পারে। যাদবরা মূলত দুধ ব্যবসায়ী। কুশওয়াহারা কৃষিজীবী। উপেন্দ্র কুশওয়াহা যেভাবে ক্ষীর বানানোর কথা বলেছেন, তাতে উল্লসিত লালু শিবির। তাদের ধারণা, ক্ষীর তৈরির কথা বলে কুশওয়াহা আরজেডির সঙ্গে তাঁর দলের আসন ভাগাভাগির কথা বোঝাতে চেয়েছেন।

এবছর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মণ্ডল কমিশনের রচয়িতা বি পি মণ্ডলের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে কুশওয়াহা এক সভায় ভাষণ দেন। তিনি বলেন, যাদবদের থেকে দুধ, কুশওয়াহাদের থেকে চাল, ব্রাহ্মণদের থেকে চিনি ও চৌধুরীজির থেকে তুলসী নেব। পশ্চাৎপদ শ্রেণি ও দলিতদের থেকে নেব শুকনো ফল। তাহলেই সুস্বাদু ক্ষীর তৈরী হবে।

কুশওয়াহা শাসক এনডিএ সরকারের শরিক বটে কিন্তু বিজেপির ওপরে বিশেষ সন্তুষ্ট নন। আগামী ভোটে তিনি আরও বেশি আসন চান। এনডিএ তাঁকে দেবে কিনা সন্দেহ। এছাড়া তিনি চান, পরেরবার কোনও কুশওয়াহাকে এনডিএ বিহারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরুক। বিচারব্যবস্থায় সব জাতের প্রতিনিধি থাকুক। এইসব দাবিও এনডিএ-র পক্ষে মেনে নেওয়া মুশকিল ।

এর মধ্যে বিহার বিজেপির প্রধান নিত্যানন্দ রাই বলেছেন, দুধ বা চাল কোনও নির্দিষ্ট জাতের সম্পত্তি নয়। সব কিছুই জাতির সম্পত্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*