বাজপেয়ীর চিতাভস্ম ভাসাতে গিয়ে বিপত্তি, জলে পড়ে গেলেন নেতা-মন্ত্রীরা

Spread the love

বাজপেয়ীর চিতাভস্ম ভাসাতে নৌকা চেপে নদীপথে রওনা দিয়েছিলেন সাংসদ, বিধায়ক-সহ একগুচ্ছ বিজেপির নেতামন্ত্রীরা। আটজনের জায়গায় ছোট বোটে চেপেছিলেন জনা সতেরো জন। ফলও হল মারাত্মক। নৌকা পাড় ছাড়তেই টলমল করতে করতে সোজা উল্টে একেবারে নদীর জলে। ততক্ষণে খাবি খাচ্ছেন নেতা-মন্ত্রীরা। জলে ঝাঁপিয়ে তাঁদের উদ্ধার করলেন পুলিশ কর্মীরা।

ঘটনাটা উত্তরপ্রদেশের বস্তি এলাকার। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম ভাসানোর কর্মসূচি চলছে দেশ জুড়ে। শনিবারও বেশ কয়েকটি রাজ্যে অস্থিকলস বিসর্জন দেওয়া হয়। বস্তি এলাকার আমহাট ঘাটের কাছে কুয়ানো নদীতে শনিবার চিতাভস্ম ভাসাতে নৌকা করে গিয়েছিলেন বিজেপির নেতা-মন্ত্রীরা। সেই সময়ই নৌকা উল্টে এই বিপত্তি ঘটে।

ঘটনার সময় নৌকাতে ছিলেন বস্তির সাংসদ হরিশ দ্বিবেদী, উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি রাম ত্রিপাঠি, বিধায়ক রাম চৌধুরী, রাজ্যের মন্ত্রী সুরেশ পাসি, বিধায়ক অজয় সিংহ-সহ স্থানীয় বিজেপি নেতারা। ছিলেন জেলা পুলিশ সুপার দিলীপ কুমারও। নৌকা উল্টে জলে পড়ে গিয়েছিলেন পুলিশ সুপারও।

জেলা শাসক রাজ শেখর বলেছেন, ‘‘কর্তব্যরত পুলিশ কর্মী অলোক সিংহকে পুরস্কৃত করা উচিত। অসামান্য দক্ষতায় তিনি সবাইকে উদ্ধার করেছেন।’’

পুলিশ জানিয়েছে, নৌকাটিতে আট জন যাত্রীর জায়গা ছিল। কিন্তু, তাতে চেপে বসেন ১৭ জন। এই ভার বইতে না পেরেই নৌকা একদিকে হেলে যায় এবং দ্রুত উল্টেও যায়। পুলিশ কর্মীরা না থাকলে বড়সড় বিপদের সম্ভাবনা ছিল বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*