সত্তর বছর পর বিক্রি হয়ে যাচ্ছে আর কে সটুডিও

Spread the love

সত্তর বছর পর বিক্রি হয়ে যাচ্ছে ঐতিহাসিক আর কে সটুডিও। মুম্বইয়ের এই ফিল্ম স্টুডিওটি চালানো আর লাভজনক নয় বলে মনে করছেন রাজ কাপুরের পরিবার। গতবছর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল এই স্মৃতিবিজড়িত স্টুডিওটির। ১৯৪৮ সালে রাজ কাপুর এই স্টুডিওটি তৈরি করেন। চেম্বুরের এই স্টুডিওটি কাপুর পরিবারের বহু হিট ফিল্মের আঁতুড়ঘর। গতবছর ১৬ সেপ্টেম্বর সুপার ড্য়ান্সার রিয়ালিটি শোর সময় স্টুডিওটিতে আগুন লেগে যায়। কেউ হতাহত না হলেও একতলা সম্পূর্ণ ছাই হয়ে যায়।

ঋষি কাপুর এটিকে পুনর্নিমানণের কথা বললেও তাঁর ভাই রণধীর কাপুর মনে করেন তা লাভজনক হবে না। রণধীর জানিয়েছেন, এটিকে বেচে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই আগ, বরসাত, আওয়ারা, শ্রী ৪২০, জিস দেশমে গঙ্গা বহতি হ্যায়, মেরা নাম জোকার, ববি, সত্যম শিবম সুন্দরম, রাম তেরি গঙ্গা মৈলির মতো বহু জনপ্রিয় ফিল্ম তৈরি হয়েছে। এখানে তৈরি হওয়া শেষ ফিল্মটি হল ঋশি কাপুরের পরিচালনায় আ অব লৌট চলে। ১৯৮৮ সালে রাজকাপুরের মৃত্যুর পর রণধীর স্টুডিওটির দায়িত্ব নেন। পরে তাঁর ছোট ভাই রাজীব কাপুর প্রেমগ্রন্থ ছবিটি শ্যুট করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*