আকাশ ছুঁয়েছে ডিজেল। দর বেড়ে হয়েছে ৬৯.৪৬ লিটার। পেট্রোলের দরও ৭৮ টাকা ছুঁতে চলেছে। টাকার দাম পড়ে যাওয়ায় আমদানির খরচ বেড়েছে। সেজন্য়ই এই দরবৃদ্ধি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সোমবার ডিজেলের দাম বেড়েছে লিটারে ১৪ পয়সা, পেট্রোলের ১৩ পয়সা। ফলে দিল্লিতে, যেখানে জ্বালানি তেলের দাম সবথেকে কম, সেখানে ডিজেলের দাম হয়েছে সর্বোচ্চ, ৬৯.৪৬ লিটার। মুম্বইয়ে ডিজেলের দর ৭৩.৭৪ লিটার। দিল্লিতে পেট্রোলের দর লিটারে ৭৭.৯১ টাকা। মুম্বইয়ে ৮৫.৩৩ টাকা। কলকাতায় পেট্রোল লিটারে ৮০.৮৪, চেন্নাইয়ে ৭৩.৩৮। বর্তমানে কেন্দ্র পেট্রোলের ওপর ১৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ওপর ১৫ টাকা ৩৩ পয়সা উৎপাদন শুল্ক আদায় করে।
Be the first to comment