আগামীকাল ছাত্রসমাবেশ ধর্মতলায়

Spread the love

আগামীকাল তৃণমূল ছাত্রপরিষদের ছাত্র সমাবেশ হবে ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে। প্রতি বছরই ২৮শে আগষ্ট এই দিনটিতে প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে অন্যান্য বছরের তুলনায় এবছর একটু অন্য রকম চাপানউতোর চলছে তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরে। কিছুদিন আগেই রাজ্য সভাপতি পদ থেকে জয়া দত্তকে অপসারন করা হয়েছে বলে জানা যায়। দলের পক্ষ থেকে সেরকম বিশেষ কিছু বিবৃতি না দেওয়া হলেও জয়া দত্তকে অপসারন করা হয়েছে বলে জানায় তৃণমূল ছাত্রপরিষদের বড় একাংশ। নতুন সভাপতি হিসাবে কাকে দায়িত্ব দেবে দল সেই নিয়েই চলছে চাপানউতোর। নতুন সভাপতি হিসাবে বহু নাম ইতিমধ্যেই উঠে এসেছে যেমন তৃণমূল ছাত্রপরিষদের রাজ্যের সহ- সভাপতি গৌতম ভট্টাচার্য, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সাধারন সম্পাদিকা লগ্নজিতা চক্রবর্তী ও ছাত্রসংসদের সভাপতি রুমানা আখতার, এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি পারমিতা সেনের নামও কেউ কেউ বলছেন।

ইতিমধ্যে আগামীকালের ছাত্রসমাবেশকে নিয়ে তৃণমূল ভবনে প্রস্তুতি সভাতে তৃণমূল কংগ্রেসের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন সভাপতির ব্যাপারে তেমন কিছু বলেননি। এখন তৃণমূল ছাত্রপরিষদের অনেকটা দায়িত্ব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে।

আগামীকালের ছাত্রসমাবেশ তাই অতি গুরুত্বপূর্ণ। সম্ভবত সমাবেশের পরেই নির্দিষ্ট একটি দিন ধার্য করে ঘোষণা করা হবে নতুন সভাপতির নাম এমনটাই জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*