জাতীয় পতাকার রং ভুল করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Spread the love

আমেরিকার জাতীয় পতাকার রং ভুল করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে গত ২৪ অগস্ট ওহায়ো প্রদেশের একটি হাসপাতালে শিশুদের দেখতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানেই শিশুদের সঙ্গে বসে দেশের জাতীয় পতাকায় রং করছিলেন তিনি। তখনই ভুল রং করে দেন ট্রাম্প।

আমেরিকার জাতীয় পতাকায় এক কোণে থাকে নীল রঙের একটি অংশ। আর এই নীল রংয়ের উপর থাকে সাদা রংয়ের তারকা চিহ্ন। এর বাইরের অংশে আড়াআড়ি ভাবে থাকে ১৩টি লাল-সাদা ডোরা দাগ। এই ১৩ টি দাগ দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ১৩টি কলোনি বোঝানো হয়। এই লাল-সাদা জায়গা রং করতে গিয়েই আঁকার খাতায় নীল রং ব্যবহার করে ফেলেন ট্রাম্প।

কিছুদিন আগে আমেরিকান ফুটবল লীগের খেলা চলাকালীন ন্যাশনাল ফুটবল লীগের (এনএফএল) খেলোয়াড়রা জাতীয় সঙ্গীতের সময় মাঠে হাঁটু গেড়ে বসায় ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প। অভিবাসন নীতির বিপক্ষে বক্তব্য দেওয়ার পর তিনি দেশপ্রেম দেখানোর জন্য গায়ে জড়িয়ে ধরেন জাতীয় পতাকা। দেশপ্রেমের এমন বহরের পর প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণকে মোটেও ভালো চোখে দেখেননি আমেরিকার জনগণ।

তবে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই ভুল নিয়ে সমালোচনা এবং মজা যেমন হয়েছে তেমনই প্রেসিডেন্টের পক্ষেও যুক্তি দিয়েছেন অনেকেই। কেউ কেউ বলেছেন তিনি রাশিয়ার পতাকা রং করছেন। কেউবা ট্রাম্পের রং করা ওই পতাকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন নেদারল্যান্ডসের পতাকার। আবার কেউবা বলেছেন, বাচ্চাদের অনুসরণ করেই এমন কাজ করেছেন ট্রাম্প। কারণ জাতীয় পতাকার রং ভুলে গেলে তো নিজের ব্লেজারে আটকানো ফ্ল্যাগ পিনের দিকে একবার নজর দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেত মার্কিন প্রেসিডেন্টের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*