গোধরা কাণ্ডের পর কেটে গিয়েছে দেড় দশকেরও বেশি সময়। সবরমতী এক্সপ্রেসের অভিশপ্ত এস ৬ কামরায় আগুন লাগানোর ঘটনায় সোমবার আরও দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল এসআইটি আদালত।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে দাঁড়িয়ে থাকা সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। অভিশপ্ত এস ৬ কামরায় থাকা ৫৯ জন করসেবকের মৃত্যু হয় সে ঘটনায়। যার মধ্যে ছিলেন ২৭ জন মহিলা এবং দশ জন শিশু। সবরমতী এক্সপ্রেসে ওই ঘটনার পর পরই দাঙ্গা শুরু হয়ে যায় গোধরায়।
এর আগে সবরমতী মামলায় ১১ জন অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছিল আদালত। যদিও গত মাসেই আমদাবাদ হাইকোর্ট তাঁরা ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীহন কারাবাসের দণ্ড দেয়। এ ছাড়াও সংশ্লিষ্ট মামলায় ৫৩ জন ধৃতকে নির্দোষ বলে মুক্তি দিয়েছিল আদালত।
কিন্তু তদন্তকারী অফিসাররা আগেই জানিয়েছিলেন, পাঁচ জন অভিযুক্ত ফেরার। সম্প্রতি তারা গ্রেফতার হয়েছে। তার পরই তাদের মধ্যে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বাকি তিন জনকে বেকসুর খালাস করার আদেশ দিয়েছেন বিচারপতিরা।
Be the first to comment