২০১৮ সালের জুন পর্যন্ত বিদেশ ভ্রমণ করে প্রধানমন্ত্রী ১৬৮টি উপহার পেয়েছেন, যার মূল্য ১২ লাখ ৫৭ হাজার টাকা

Mumbai: Prime Minister Narendra Modi waves during a BJP function, in Mumbai on Tuesday, June 26, 2018. (PTI Photo/Mitesh Bhuvad) (PTI6_26_2018_000136A)
Spread the love

২০১৭ জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বিদেশ ভ্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬৮টি উপহার পেয়েছেন, যার মূল্য ১২ লাখ ৫৭ হাজার টাকা। বিদেশমন্ত্রকের তোষাখানা এই তথ্য জানিয়েছে। এই উপহারের মধ্যে রয়েছে ১ লাখ ১০ হাজার টাকার মঁ ব্লাঁ হাতঘড়ি। রয়েছে ২ লাখ ১৫ হাজার টাকার একটি রুপোর প্লেট ও ১ লাখ ২৫ হাজারের মঁ ব্লাঁ পেন।

এছাড়াও মূর্তি, পেন্টিং, বই, ফটোগ্রাফ আর বুলেট ট্রেনের একটি মডেল উপহারের মধ্যে রয়েছে। একচি নির্দিষ্টি মূল্যের বেশি হলে তা জমা পড়ে তোষাখানায়। এই সময়ের মধ্যে মোদি ২০টি দেশে গিয়েছেন। ইজরায়েল, চিন, রাশিয়া, আরব আমিরশাহি, জার্মানি, জর্ডন থেকে প্যালেস্তাইন, ওমান, সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রিটেনে গিয়েছেন তিনি। তিনি ক্রিস্টাল ও রুপোর পাত্র, শাল, দেবদেবীর মূর্তি, টি সেট, কার্পেট, মাফলার, কার্ডিগানও পেয়েছেন। ৫০ হাজার টাকার একটি মসজিদের প্রতিরূপ, ২০ হাজার টাকার ছুরিও রয়েছে তাঁর উপহারের তালিকায়। কোনও উপহারের দাম ৫ হাজার টাকার বেশি হলেই তা সরকারি পদাধিকারীদের জমা দিতে হয় তোষাখানায়। ৫ হাজারের কম দাম হলে, সেগুলি তাঁরা নিজেদের কাছে রাখতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*