ভারী বৃষ্টির ফলে আপাতত খানিকটা স্বস্তি পেয়েছেন দিল্লির বাসিন্দারা। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও দিল্লির তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মঙ্গলবার বৃষ্টি শুরু হতেই এক ধাক্কায় ৭ ডিগ্রি কমে দিল্লির বর্তমান তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে।
ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতও হয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া অঞ্চলে। তালিকায় রয়েছে তিন মূর্তি ভবন এবং আর কে পুরম অঞ্চলও। ভারী বৃষ্টির ফলে জল জমে গিয়েছে বেশ কিছু এলাকায়। জানা গিয়েছে ধৌলা খান এবং পালাম মোড় এলাকার বেশ কিছু অংশে জল জমে গিয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে গুরগাঁও এবং নয়ডাতেও।
মঙ্গলবার ভোর ৩টে থেকে ৪টে পর্যন্ত এই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঝড়ের কারণে বেশ কিছু জায়গায় রাস্তায় গাছ পড়ে গিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়। খারাপ আবহাওয়ার কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গুরগাঁওয়ের বেশ কয়েকটি স্কুল। দিল্লির ট্র্যাফিক পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, ইন্দ্রলোক চক থেকে জাখিরা যাওয়ার রাস্তায় আন্ডারপাসে জল জমে রয়েছে। ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।
এ বছর নির্ধারিত সময়ের এক দিন আগে ২৮ জুন বর্ষা এসেছিল দিল্লিতে। জুলাই মাসে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে সারা শহর জুড়ে। আবহাওয়া দফতর পূর্বাভাস জারি করেছিল যে মঙ্গলবার উত্তরাখন্ড, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশের, চণ্ডীগড়, বিদর্ভ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গোয়া, কোঙ্কণ, তেলেঙ্গানার বিভিন্ন অংশে এবং কর্ণাটকের উপকূলীয় অংশে বৃষ্টিপাত হবে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
Be the first to comment