গণপিটুনির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে। কখনও ছেলেধরা সন্দেহে তো কখনও চোর সন্দেহে। বেধড়ক মারধরের ফলে এ রাজ্যে মারাও গিয়েছেন বেশ কয়েকজন। প্রশাসন শান্তি বজায় রাখার বার্তা দিলেও তাকে প্রতিনিয়ত বুড়ো আঙুল দেখাচ্ছে সমাজের একাংশ।
এ বার গণপিটুনির ঘটনা ঘটেছে কোচবিহারের চিলকিরহাট বাজারে।
পুলিশ জানিয়েছে, সাইকেল চোর সন্দেহে দুই ব্যক্তিকে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা। গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে আবু সাহাজ (৫৫) নামের এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে আরেক জনকে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
এই ঘটনায় কোতোয়ালী থানার পুলিশ ভারতীয় দণ্ড বিধির ১৪৩ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৪ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, প্রায় ৩০০ জনেরও বেশি এই গণপিটুনির ঘটনায় জড়িত ছিল।
Be the first to comment